শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নান্দাইলে সুয়েটার গার্মেন্টসে ভয়াবহ আগুন, ৪ জন আহত

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২০, ৬:১৬ পিএম

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাঁশহাটি টার্গেট ফাইন ইন্ডাস্ট্রিটিজ লিঃ সুয়েটার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৪ অক্টোবর) দুপুর ১টা ৩০মিনিটে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত নান্দাইল ফায়াস সার্ভিস টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। পরে কিশোরগঞ্জ জেলার তাড়াইল ফায়াস সার্ভিস ১টি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবিষয়ে নান্দাইল ফায়ার সার্ভিস'র ইনচার্জ আব্দুল মালেক বলেন, উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাশঁহাটি টার্গেট ফাইন ইন্ডাস্ট্রিটিজ লিঃ সোয়েটার তৈরির কারখানায় সুতার গোডাউনে আগুন লাগার খবর পেয়ে দ্রুত নান্দাইল ও কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনার জন্য কাজ করে যাচ্ছে। কি কারণে আগুন লেগেছে এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমানও এখনি নির্ণয় করা সম্ভব হয়নি। এ ঘটনা এখন পর্যন্ত ৪ জন আহত হয়েছে। জানাযায়, তারা আগুন দেখেই সেখানে নিভানোর চেষ্ঠা করে। সুতা পুড়ার দূরগন্ধয়ে তারা আহত হলে নান্দাইল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করা হয়েছে। এরা হলেন,উজ্জল (২৫)নাঈম (৩০) রাব্বি (৩২) অপর আহত আলাল উদ্দিন (৪০)কে নান্দাইল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ৫ ঘন্টা চেষ্ঠার পর সন্ধ্যা ৫.৩০ মিঃ আগুন আয়ত্বে আনা সম্ভব হয়েছে বলে ফায়ার বিগ্রেড সূত্রে জানা গেছে। নান্দাইলের উপজেলা ও পুলিশ প্রশাসন অগ্নিকান্ড এলাকার সার্বক্ষনিক উপস্থিত থেকে পরিস্থিতি অবলোকন করেছেন। এ রির্পোট পাঠানো পর্যন্ত ( সন্ধ্যা ৬ টা) ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন