শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সারাদেশে ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের মৌন পদযাত্রা

জবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২০, ৩:১৬ পিএম

নোয়াখালীতে বর্বরোচিত নারী নির্যাতনসহ সাম্প্রতিক সময়ে সকল ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে মৌন পদযাত্রা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার শিক্ষার্থীরা 'সন্ত্রাস নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়' ব্যানারে এ পদযাত্রা করে।

বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মৌন পদযাত্রা শুরু করে পুরান ঢাকার রায়সাহেব বাজার, সোহরাওয়ার্দী কলেজ হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়।

মৌন পদযাত্রা শেষে শিক্ষার্থীরা বলেন, 'নোয়াখালীতে বর্বরোচিত নারী নির্যাতনসহ সাম্প্রতিক সময়ে সকল ধর্ষণ, নিপীড়নের জড়িত ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যাতে এ ধরনের কোন ঘটনা আর না ঘটে।'

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন