যশোর সদর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণার শুরুতেই রাজনৈতিক মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। প্রচারণার দ্বিতীয় দিন গত সোমবার আওয়ামী লীগ এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।
প্রতিদ্বদ্নি দুই প্রার্থী সংবাদ সম্মেলন করে এই ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছেন। হামলায় নিজের বহরে থাকা দুইটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ বিএনপি প্রার্থীর। আর আওয়ামী লীগ প্রার্থীর অভিযোগ বিএনপির লোকজন হামলা চালিয়ে স্থানীয় যুবলীগ কার্যালয় ভাঙচুর করেছে।
আগামী ২০ অক্টোবর যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুরজাহান ইসলাম নীরা এবং বিএনপি মনোনীত প্রার্থী নুর-উন-ন্নবী প্রতিদ্ব›িদ্বতা করছেন। প্রতীক বরাদ্দের পর রোববার থেকে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়।
এদিকে, সকালের এই ঘটনার পর দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন ধানের শীষের প্রার্থী নুর-উন-নবী। আর একই দিন রাতে পাল্টা সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ প্রার্থী নুরজাহান ইসলাম নীরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন