শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ডোনাল্ড ট্রাম্প করোনা সহায়তা বিল নিয়ে আলোচনা করবেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২০, ৫:২০ পিএম

করোনা সহায়তা বিল নিয়ে আলোচনা বন্ধ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, নির্বাচনের পর তিনি আবারও এই বিল বিষয়ে আলোচনা শুরু করবেন। তিনি পূর্বাভাস দিয়ে বলেছেন, আগামী মাসের নির্বাচনে তিনিই জয়ী হবেন। তার এই ঘোষণার পর মার্কিন পুঁজিবাজারে ধস নামে। বিশেষ বাজেটের ব্যাপারে কংগ্রেস স্পিকার ন্যান্সি পেলোসি ও মার্কিন অর্থমন্ত্রী স্টিফেন ম্যুচিন জুলাই মাসে আলোচনা শুরু করেন। -সিএনএন, এনবিসি

আরেক প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন বলেছেন, এটির মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট আমেরিকান জনগনের পিঠে ছুরি মেরেছেন। বাইডেন বলেন, আপনারা কোনও ভুল করবেন না। যদি আপনার কাজ না থাকে, আপনার বাচ্চার স্কুল বন্ধ থাকে, যদি আপনার ব্যবসায় ধস নামে, ডোনাল্ড ট্রাম্প আজ আবারও প্রমাণ করেছেন, এসব তার কাছে কোনও ধরনের গুরুত্ব রাখে না। এর জবাবে ট্রাম্প বলেন, ‘উন্মাদ ন্যান্সি পেলোসি ও অতিবাম ডেমোক্রেটরা এই বিল নিয়ে খেলছিলেন। তারা ভয়ঙ্কর অপরাধী। এ কারণেই আমি আলোচনা বন্ধ করে দিয়েছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন