শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

চীন সফর শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান

প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নৌবাহিনীর জন্য দুটি আধুনিক যুদ্ধজাহাজ (করভেট) নির্মাণ কাজের উদ্বোধন (স্টিল কাটিং) অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিসি, পিএসসি গতকাল শুক্রবার দেশে ফিরেছেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌপ্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন ও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর সৈয়দ মকছুমুল হাকিম নৌপ্রধানকে স্বাগত জানান।
নৌবাহিনী প্রধান গত ৯ আগস্ট চীনের উচাং শীপ ইয়ার্ডে বাংলাদেশ নৌবাহিনীর জন্য নির্মিতব্য যুদ্ধজাহাজ দুটির নির্মাণ কাজের উদ্বোধনী (স্টিল কাটিং) অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া তিনি উচাং শীপ ইয়ার্ডের সদর দফতরে চায়না শীপ বিল্ডিং অ্যান্ড অফশোর কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত-বিনিময় করেন। পাশাপাশি নৌপ্রধান চায়না শীপ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার পরিদর্শন করেন। নৌবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে দুই দেশের নৌবাহিনীর পারস্পরিক সুসম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে প্রতীয়মান।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে নৌবাহিনী প্রধান গত ৭ আগস্ট তারিখ চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন