চট্টগ্রাম ব্যুরো : ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে নগরীর ৪০ কি.মি. সড়কজুড়ে মানবপ্রাচীর কর্মসূচি গ্রহণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নগরীর কর্ণফুলী শাহ আমানত সেতুর বশিরুজ্জামান গোলচত্বর থেকে বহদ্দারহাট, মুরাদপুর, সিডিএ এভিনিউ, শেখ মুজিব রোড, কাস্টম হাউস হয়ে কাটগড় এবং দেওয়ানহাট থেকে অলংকার। ২ নং গেইট থেকে বায়েজিদ বোস্তামী সড়ক হয়ে অক্সিজেন। বহদ্দারহাট থেকে কালুরঘাট সেতু পর্যন্ত প্রায় ৪০ কি. মি. সড়কজুড়ে খুন, সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে মানবপ্রাচীর কর্মসূচি পালিত হবে।
মানবপ্রাচীর কর্মসূচিতে সিটি কর্পোরেশনের কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর এবং চসিকের ৮ হাজার কর্মকর্তা, শিক্ষক, ডাক্তার ও কর্মচারী ছাড়াও চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের ৮ম শ্রেণি থেকে ¯œাতক ¯œাতকোত্তর পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। ব্যতিক্রমধর্মী মানবপ্রাচীর কর্মসূচি সফল করতে মেয়র আ জ ম নাছির উদ্দীন নগরীর রাজনৈতিক দল, ক্লাব, সামাজিক সংগঠন বিভিন্ন শ্রেণি ও পেশার সর্বস্তরের নাগরিকদের অনুরোধ জানিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন