বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাউজানে জুমার নামাজের সময় প্রবাসির বাড়িতে ডাকাতি ১৫ লাখ টাকার মালামাল লুট

প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

রাউজান উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের রাউজানে দিন-দুপুরে জুমার নামাজের সময় পরিবারের মহিলা সদস্যদের চোখ-মুখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে দুবাই প্রবাসির ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির ঘটনায় ওই পরিবারের মেয়ের বিয়ের জন্য বিদেশ থেকে আনা ২০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা ও মোবাইল ফোনসহ মোট ১৫ লাখ টাকার মালামাল লুট করেছে। গতকাল (শুক্রবার) বেলা সাড়ে ১২টার দিকে ডাকাতির এ ঘটনা ঘটে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ডুলা পাড়া গ্রামের দুবাই প্রবাসি আব্দুল মালেকের মালিকানাধীন মালেক মঞ্জিলে। এ ঘটনায় স্থানীয় পুলিশ ডাকাতকবলিত ঘরটি পরির্দশন করেছে। ডাকাতকবলিত পরিবারের সদস্য জাবেদ ও মঞ্জুর বলেন, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ৪/৫ জনের ডাকাত দল হঠাৎ করে বাসায় ডুকে। তখন পাড়ার পুরুষ সদস্যরা সবাই জুমার নামাজে মসজিদে ছিল। এ সময় ঘরে কোন পুরুষ সদস্য ছিল না। এ সুযোগে তারা মহিলাদের মুখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমিরা ভেঙে মেয়ের বিয়ের জন্য বিদেশ থেকে আনা ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা ও মোবাইল সামগ্রিসহ ১৫ লাখ টাকার জিনিসপত্র লুট করে নিয়ে দ্রæত পালিয়ে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন