সাভার থেকে স্টাফ রিপোর্টার : ঢাকা-আরিচা মহাসড়কের সাভার এলাকার বিভিন্ন অংশে সংস্কার কাজ চলায় রাজফুলবাড়িয়া থেকে রেডিও কলোনি পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার (কিমি) সড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত যানজট প্রায় ৭ কিমি এলাকা ছাড়িয়ে যায়।
এতে আটকা পড়েছে বাস ও ট্রাকসহ কয়েকশ যানবাহন। ফলে দূরপাল্লা বাসগুলোতে আটকে পড়া হাজারো যাত্রী চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
অপরদিকে, কাছাকাছি দূরত্বের অনেককেই পায়ে গেটে গন্তব্যে রওনা হতে দেখা গেছে। তবে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি।
সূত্র জানায়, সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকায় মহাসড়কে সংস্কার কাজ করছে ঢাকা সড়ক বিভাগ। এতে এ পথে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
জানতে চাইলে সাভার ট্রাফিক পুলিশের ইনচার্জ ফরহাদ হায়দার জানান, যানজট নিরসনে তারা কাজ করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন