মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফিলিপাইনে কারাগারে সংঘর্ষে নিহত ৯

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২০, ১২:০৪ এএম

ফিলিপাইনের জনাকীর্ণ এক কারাগারে শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে নয় কারাবন্দি নিহত হয়েছে। গত কয়েক বছরের মধ্যে দেশটির কারাগারে এত ভয়াবহ সংঘর্ষ আর হয়নি। শুক্রবার ভোরের আগে মানালির নিউ বিলিবিড কারাগারে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এটি ফিলিপাইনের বৃহত্তম কারাগার, যেটির ধারণক্ষমতা ছয় হাজার হলেও বন্দি রয়েছে ২৮ হাজারেরও বেশি। ফিলিপাইনের ব্যুরো অব কারেকশনসের মুখপাত্র গ্যাব্রিয়েল চাকলাগ বলেন, আমরা এখন পর্যন্ত নয়টি মরদেহ উদ্ধার করেছি। মূলত উভয় পক্ষ সংঘর্ষে পরস্পরকে ধারালো বস্তু দিয়ে আঘাত করে। এতেই তাদের মৃত্যু হয়। চাগলাক আরো বলেন, কারাগারে প্রায় ছয় হাজার বন্দির একটি ব্লকে এ সংঘর্ষে আরো বেশ কয়েকজন আহত হয়। ঠিক কী কারণে সংঘর্ষ শুরু হয়, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। চাগলাকের মতে, কারাগারে যে কোনো বিষয় নিয়ে প্রতিদ্বন্দ্বী পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যেতে পারে। ফিলিপাইনের কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষ খুবই সাধারণ ঘটনা। তবে পর্যাপ্ত স্থান সংকুলান না হওয়া ও ধীরগতির বিচার ব্যবস্থার কারণে ধারণক্ষমতার কয়েক গুণ বন্দিকে দীর্ঘ সময় ধরে কারাগারে অবস্থান করতে হয়। ফলে বন্দিদের মধ্যেই বিভিন্ন দল গড়ে ওঠে, যারা সংঘর্ষে জড়ায়। কিন্তু সাম্প্রতিক সময়ের মধ্যে এত ভয়াবহ সংঘর্ষ আর হয়নি। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন