শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রামু রাবার বাগানে কিশোরী ধর্ষিত, গ্রেফতার -১

রামু (কক্সবাজার) সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২০, ৮:৩৪ পিএম

রামুর রাবার বাগানের পাহাড়ী এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ সাইফুল ইসলাম সোহেল (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
৯ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ৮টায় এই ঘটনা ঘটেছে বলে জানাগেছে,
ধর্ষণের অভিযোগে আটক সাইফুল ইসলাম সোহাল স্থানীয় জোয়ারিয়ানালা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পাহাড়িয়া পাড়া’র নুরুল ইসলামের ছেলে।
কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম জানান, কিশোরী সহ তারা ৪ সহপাঠী পাশ্ববর্তী নাইক্ষ্যংছড়ি লেকে ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে রাবার বাগান এলাকায় দুই যুবক তাদের গতি রোধ করে।
এসময় যুবক সাইফুল ইসলাম সোহেল কিশোরীকে’ টানা হেচড়া করে পাশ্ববর্তী জঙ্গলে নিয়ে গেলে অপর সহযোগী যুবক ৩ শিশুকে ভয় দেখিয়ে জঙ্গলের পাশ্বেই জিন্মি করে রাখে।
অপরদিকে ওই কিশোরীকে জঙ্গলে জোরপুর্বক ধর্ষন শেষে ২য় যুবক পালাক্রম ধর্ষণে এগিয়ে গেলে কিশোরীর শোর চিৎকারে লোকজন এগিয়ে এলে ধর্ষক রা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে।
এদিকে পুলিশী অভিযানে ধর্ষক সাইফুল ইসলাম সোহেল গ্রেপ্তার হলেও অপর সহযোগী একই গ্রামের কালু মিয়ার ছেলে সাহেদ এখনো পলাতক রয়েছে।
ভিকটিম কিশোরীর মা বাদী হয়ে রামু থানায় একটি মামলা দায়ের করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন