বান্দরবানের জামছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি ঐএলাকায় পল্লী চিকিৎসক ছিলেন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের জামছড়ি বাজারে একদল পাহাড়ী অস্ত্রধারী সন্ত্রাসীরা এ পল্লী চিকিৎসককে গুলি করে হত্যা করে। নিহতের নাম বাচোমং মারমা (৩৮)।
নামপ্রকাশে অনিচ্ছুক নিহতের এক আত্মীয় জানান, পাহাড়ে আধিপত্যে বিস্তার নিয়ে এই হত্যাকান্ড ঘটেছে। নিহত ব্যক্তি দীর্ঘদিন পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি (জেএসএস)-মূল এর সক্রিয় কর্মী ছিলেন। পরবর্তীতে তিনি (জেএসএস) ছেড়ে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন।
বান্দরবান সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, সন্ত্রাসীদের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। তবে হত্যাকান্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন