শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নবগঠিত ছাত্রলীগের কমিটি নিয়ে অপপ্রচার, থানায় জিডি

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২০, ১২:৫৮ পিএম

চলতি বছরের ৮ অক্টোবর সদর উপজেলা শাখা, পৌর শাখা ও ভোলাহাট উপজেলা শাখা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয় জেলা সভাপতি আরিফুর রেজা ইমন ও সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ। সদর উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মোহা. আব্দুল আওয়াল তুষার ও ফিরোজ আশেফ স্বচ্ছ, পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে ফয়সাল আহম্মেদ ও রমজান ইসলাম সোহান, ভোলাহাট উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে সুলতানুল ইসলাম বুলেট ও রিফাত হোসেন টুইংকেল নির্বাচিত হন। কমিটি গঠনের পর থেকেই সদর উপজেলা ও পৌর শাখার নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নামে অছাত্র, মাদকাসক্ত, এবং অনুপ্রবেশকারীর অভিযোগ উঠে। এ সময় বেশ কয়েকটি ফেইসবুক ভূয়া আইডি এবং পেজে মিথ্যা তথ্য ও এডিট করা ছবি আপলোড অপপ্রচার করতে থাকে। বিষয়টি অপপ্রচার ও উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে উপজেলা ও পৌর ছাত্রলীগের নবগঠিত কমিটির পক্ষ থেকে সদর মডেল থানায় মিথ্যা প্রচার ও এডিট করা ছবির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন জানান, অযোগ্য যারা পদবঞ্চিত হয়েছে তারাই নবগঠিত কমিটির চারজন নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও ছবি এডিট করে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো। সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ জানান, দীর্ঘদিন থেকে যারা ছাত্রলীগ করে আসছে এবং আওয়ামী পরিবারের সন্তান তাদেরকেই সভাপতি-সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। বিভ্রান্তি ছড়ানোর জন্য ফেইসবুকে এডিট করা ছবিসহ ভিত্তিহীন অভিযোগ করছে সুযোগসন্ধানীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন