গাইবান্ধা জেলা সংবাদদাতা : গাইবান্ধায় বিভিন্ন মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীসহ ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত সদর উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ফারুক হোসেন বলেন, গ্রেফতারকৃতরা নাশকতাসহ বিভিন্ন অপরাধের মামলার আসামি। এদের মধ্যে বিএনপির দুই ও জামায়াত-শিবিরের দুই কর্মী রয়েছেন। এএসপি আরো জানান, বিএনপির দুই কর্মীকে পলাশবাড়ী ও জামায়াত-শিবিরের দুই কর্মীকে সুন্দরগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাদের কারাগারে পাঠানো হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন