গত ৯ অক্টোবরের দৈনিক ইনকিলাব-এ শেষ পৃষ্ঠায় ‘বিরোধীরা কঠোর শাস্তি পেলেও পার পাচ্ছে সরকারপন্থীরা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের নিজের অংশটুকুর প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ বাহাউদ্দিন। তিনি উক্ত প্রতিবেদনকে ফরমায়েশি উল্লেখ করে এতে তার সুনাম ক্ষুন্ন হয়েছে বলে অভিযোগ করেছেন। প্রতিবাদ লিপিতে তিনি বলেন, ‘প্রতিবেদক কারো কর্তৃক প্রভাবিত হয়ে আমাকে হেয় প্রতিপন্ন ও সামাজিক সুনাম নষ্ট করার জন্যই উদ্দেশ্যমূলক এ বক্তব্য প্রকাশ করেছেন।’
প্রতিবেদকের বক্তব্য; উক্ত শিক্ষকের বিরুদ্ধে ফল পরিবর্তনের অভিযোগের বিষয়টি ইতোপূর্বে গণমাধ্যমে এসেছে। অভিযোগের প্রমাণ পাওয়ায় উক্ত বিষয়ে গঠিত তদন্ত কমিটি তাকে ৩ বছরের জন্য অব্যাহতির সুপারিশ করে। এছাড়াও তার থিসিস জালিয়তিসহ অন্যান্য অভিযোগের নথিপত্র উক্ত প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন