শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

অস্ত্র-ইয়াবাসহ আটক ৫

টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২০, ১২:০০ এএম

টেকনাফে রোহিঙ্গা ডাকাত সর্দার জকিরের ৫ সহযোগীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব জানায়, গতকাল রাতে র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল মাদকের চালান বহনের সংবাদ পেয়ে টেকনাফস্থ হ্নীলা জাদিমোরা ওমর খালের উত্তর-পশ্চিম পাশে অবস্থান নেয়। 

এসময় মাদক কারবারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে হ্নীলা উলুচামরী স্কুল পাড়ার কালা মিয়ার ছেলে শাহ জালাল ওরফে লাশ জালাল, রঙ্গিখালী পূর্ব পাড়ার নবী হোছনের ছেলে মো. খায়ের, গাজী পাড়ার সাবের আহমদের ছেলে নুরুল আফসার, উলুচামরীর নুরুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন এবং আব্দুল হাকিমের ছেলে মো. হেলাল উদ্দিনকে আটক করে।
তাদের দেহ তল্লাশী করে ২টি বিদেশী পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা রুজু করে অস্ত্র, বুলেট ও ইয়াবাসহ আটককৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন