শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ধর্ষণ মামলায় মেডিক্যাল রিপোর্ট গুরুত্বপূর্ণ নয়

হাইকোর্টের যুগান্তকারী রায়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

ডাক্তারি পরীক্ষা নয়-পারিপার্শ্বিক বিষয় বিবেচনা করে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামির শাস্তি বহাল রাখলেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি মো.রেজাউল হকের ডিভিশন বেঞ্চ গত ২৭ ফেব্রুয়ারি এ রায় দেন। সম্প্রতি পূর্ণাঙ্গ এ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিচারিক আদালতে যাবজ্জীবন সাজা দেয়া হয়েছিলো এক আসামিকে। এ দন্ডাদেশের বিরুদ্ধে আপিল করেন আসামি। শুনানি শেষে আসামিপক্ষের আবেদন খারিজ করে দিয়ে আদালত উপরোক্ত রায় দেন। এ রায়কে ‘যুগান্তকারী’ বলে আখ্যায়িত করেছেন আইনজীবীরা। রায়ে বলা হয়, ‘শুধু ডাক্তারি পরীক্ষা না হওয়ার কারণে ধর্ষণ প্রমাণ হয়নি বা আপিলকারী ধর্ষণ করেনি এ অজুহাতে আসামি খালাস পেতে পারে না।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন