কুষ্টিয়ায় শিশু ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আদালতে আসামির উপস্থিতিতে এই রায় দেন। দন্ডপ্রাপ্ত ছানার মাঝি খোকসা উপজেলার আমবাড়িয়া পূর্বপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২০ জুন আমবাড়িয়া পূর্বপাড়া গ্রামের শিশুকন্যা (১০) বাড়ির পাশে মাঠে ছাগল আনতে যায়। এসময় ছানার মাঝি শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির বাবা পরদিন খোকসা থানায় ছানার মাঝির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন