শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথায় নয় কাজে বিশ্বাসী-তথ্য প্রতিমন্ত্রী

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২০, ৮:৩৫ পিএম

জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথায় নয় কাজে বিশ্বাসী। দেশ আজ উন্নতির শিখরে পা রাখতে যাচ্ছে। কিন্তু পদে পদে বাধাঁ, ঝড় জলোচ্ছাস বন্যা করোনায়ও ঠেকাতে পারবেনা বাংলাদেশের উন্নয়নকে। আপনারা সরিষাবাড়ী বাসী দেখতেই পারছেন একের পর এক শত বাধা বিপত্তি অতিক্রম করে প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে কিভাবে শক্তি আর সাহস যোগিয়ে আসছেন। বিশ্ব আজ চেয়ে দেখছে বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনার কর্ম পরিধিকে। বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। শুক্রবার বিকেলে সরিষাবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী সাতপোয়া ইউনিয়নের কাঠের ব্রীজ পাড় এলাকায় ৯০ মিটার আরসিসি গার্ডার ব্রীজ উদ্ভোধন কালে জামালপুর ৪ সরিষাবাড়ী আসনের এমপি তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেন। তিনি আরো বলেন, হে সরিষাবাড়ী বাসী আপনারা চিন্তাই করতে পারবেন না প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের উন্নয়ন এবং উন্নতি নিয়ে কি পরিমান পরিকল্পনা যে হাতে নিয়েছেন। শুধু সরিষাবাড়ী কেন দেশের রাস্তা ঘাট স্কুল কলেজ মাদরাসা মন্দিরসহ সকল ক্ষেত্রে উন্নয়ন কেবল শুরু মাত্র। করোনায় এ উন্নয়নকে অনেক টাই ব্যাঘাত ঘটিয়েছে। আমরা শেখ হাসিনার সরকার আপনাদের দোয়ায় দ্রুত সকল বালা মুছিবত অতিক্রম করতে সক্ষম হব ইনশায়াল্লাহ। সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এড আঃ রউফ গফুরের সভাপতিত্বে উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সিহাব উদ্দিন আহম্মদ, অফিসার ইনচার্জ আবু মোঃ ফজলুল করিম, সরিষাবাড়ী মাহমুদা সালাম অনার্স কলেজের নব নির্বাচিত সভাপতি মুক্তি যোদ্ধা রুৎফর রহমান লুলু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জয়নাল আবেদীন ও উপজেলা আওয়ামী যুবলীগ ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন