যশোরের অভয়নগরে সন্ত্রাসীদের গুলিতে আল মামুন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার শুভরাঢ়া গ্রামে এ ঘটনা ঘটে। অভয়নগর থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা শুভরাঢ়া গ্রামের জনৈক খবির উদ্দিনের বাড়ির পাশে মিঠু আকুঞ্জির ছেলে আল মামুনকে তার বাড়ি থেকে ডেকে এনে তাকে লক্ষ্য করে পর পর তিন রাউন্ড গুলি ছোড়ে। সন্ত্রাসীদের ছোড়া গুলি আল মামুনের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে লাগে। গুলি ছোড়ার পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। এলাকাবাসী গুলিতে আহত আল মামুনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যা ৭টার সময় তিনি মারা যান।
খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের অভিযান শুরু করেছে। গুলি নিক্ষেপের ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। এলাকাবাসীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটতে পারে। বিষয়টি সম্পর্কে অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, খবর পেয়ে আমি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রওয়ানা হয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা সম্ভব হবে। তাছাড়া এ হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন