জিয়া পরিষদ থেকে বহিষ্কার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষক। তারা হলেন- লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. মতিনুর রহমান ও ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. এএসএম সরফরাজ নেওয়াজ। সংগঠনের নীতি-আদর্শ বিরোধী কর্মকান্ড এবং সামগ্রিক ভাবমূর্তি ক্ষুন্ন করায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে। ১৭ অক্টোবর পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইদ্রিস আলী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানান।
তথ্য মতে, সম্প্রতি জিয়া পরিষদ থেকে বেরিয়ে ‘সাদা দল’ নামে একটি নতুন দল গঠন করেন প্রফেসর মতিন ও প্রফেসর ড. নেওয়াজ। এতে ২৬ জনকে প্রাথমিক সদস্য উল্লেখ করেন তারা। গঠনের পরপরই একাধিক শিক্ষকের অনুমতি ছাড়াই তাদের নাম ব্যবহারের অভিযোগ উঠে। এর কিছুদিন পর ১৭ জন সদস্য নিয়ে জিয়া পরিষদ থেকে পদত্যাগ করেন তারা। এতেও একই অভিযোগ উঠে। বিষয়টি জানাজানি হলে গত ২৮ সেপ্টেম্বর জিয়া পরিষদ ভার্চুয়াল সাধারণ সভা করে এবং সর্বসম্মতিক্রমে ৩০ সেপ্টেম্বর প্রফেসর ড. মতিনকে কারণ দর্শানোর নোটিশ দেয়।
১৫ কার্যদিবসের মধ্যে তাকে যথাযথ জবাব দিতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে ১৬ অক্টোবর জিয়া পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় তাদেরকে বহিষ্কারের সিন্ধান্ত নেয়া হয়। একইদিন সাদা দলের সদস্য সচিব হিসেবে থাকা প্রফেসর সরফরাজ নেওয়াজকেও বহিষ্কার করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন