আশুলিয়ায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গত শনিবার রাতে ডিইপিজেডের নতুন জোনের ‘প্যাক্সার বিডি লিমিটেড’ ইউনিট-২ কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
গতকাল রোববার ভোরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম। তিনি জানান, পঞ্চম তলা ভবনের কারখানার ২য় তলায় আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে সাভার ফায়ার সার্ভিসের আরও ৩টি ও ১টি স্পেশাল ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে আগুন লাগার কারণ খুজে পাওয়া যায়নি। এদিকে আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর নেই বলেও জানান তিনি। তিনি আরও বলেন, ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত চলছে, এ বিষয়ে পরে জানানো হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন