শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নৌ ধর্মঘটে মংলা বন্দরের পণ্য খালাস-বোঝাই বিঘ্ন

মংলা উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২০, ৬:৩২ পিএম

অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটের কারণে মংলা বন্দরে পণ্য খালাস ও বোঝাই কাজ ব্যাহত হচ্ছে। মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বন্দরে অবস্থানরত কয়লা, সার, পাথর ও ক্লিংকারসহ মোট ১৪ টি জাহাজে এই সমস্যা হচ্ছে।

জাহাজের গায়ে যে কটি লাইটারেজ জাহাজ অবস্থানে ছিল সেগুলোতে পণ্য বোঝাই করা হলেও নৌ ধর্মঘটের কারণে তা স্থান ত্যাগ করতে পারছেনা। আবার কোনও লাইটারেজ জাহাজ নতুন করে ওই ১৪ টি দেশি-বিদেশি বানিজ্যিক জাহাজের পণ্য খালাসে কাছে যেতে পারছেনা। যে কারণে একটু বিঘœ হচ্ছে বলেও জানান বন্দরের চেয়ারম্যান।

এদিকে মংলাস্থ নৌযান শ্রমিক নেতা আনোয়ার হোসেন চৌধুরী ও মোঃ মাইনুল হোসেন মিন্টু বলেন, মধ্যরাত থেকে সারাদেশের মত মংলায়ও ধর্মঘট চলছে। বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবি বাস্তবায়ন না হলে এই ধর্মঘট অব্যাহত থাকবে বলেও জানান তারা।

মংলায় অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট শুরু হয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে এ ধর্মঘট শুরু করে বাংলাদেশ লাইটারে শ্রমিক ইউনিয়ন।

ধর্মঘটে শত শত লাইটারেজ জাহাজ মংলা ও পশুর নদীর বিভিন্ন স্থানে অলস অবস্থান করছে। এছাড়া বন্ধ রয়েছে অভ্যন্তরীন নৌ চলাচলও।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন