চট্টগ্রাম ব্যুরো : জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে খুন, সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে নগরীর ৪০ কিলোমিটারজুড়ে মানবপ্রাচীরসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ (সোমবার) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নগরীর শাহ আমানত ব্রিজ বশিরুজ্জামান গোলচত্বর থেকে বহদ্দারহাট, মুরাদপুর, সিডিএ এভিনিউ, শেখ মুজিব রোড, কাস্টম হয়ে এম এ আজিজ সড়কের কাটগড় এবং দেওয়ানহাট থেকে অলংকার; ২নং গেট থেকে বায়েজিদ বোস্তামী সড়ক হয়ে অক্সিজেন; বহদ্দারহাট থেকে কালুরঘাট ব্রিজ পর্যন্ত প্রায় ৪০ কি. মি. সড়কজুড়ে খুন, সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে মানবপ্রাচীর কর্মসূচি পালিত হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন