শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

৭২ ঘন্টার আল্টিমেটাম শেষ নতুন কর্মসূচী ঘোষণা সিলেটে রায়হান পরিবারের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২০, ৪:৩১ পিএম

সিলেটে রায়হান হত্যায় জড়িত এস আই আকবর সহ সংশ্লিষ্টদের গ্রেফতারে ৭২ ঘন্টার আল্টিমেটাম শেষ। এরই প্রেক্ষিতে ৩দিনের নতুন কর্মসূচী ঘোষণা করেছে রায়হান পরিবার ও এলাকাবাসী । গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে এক বৈঠকে নতুন কর্মসূচি ঘোষণা দেন স্থানীয় আখালিয়াস্থ নেহারা পাড়াবাসী। ৩দিনের কর্মসূচি হচ্ছে কাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ, শুক্রবার বাদ জুমা মসজিদে মসজিদে রায়হানের জন্য দোয়া মাহফিল ও শনিবার বিকেল ৪টায় এলাকাবাসির পক্ষ থেকে মদিনা মার্কেট পয়েন্টে মানববন্ধন। বিষয়টি নিশ্চিত করে রায়হানের আত্মীয় মো. শওকত হোসেন বলেন, ৭২ ঘণ্টার আল্টিমেটামের শেষের পর কঠোর কর্মসূচির কথা থাকলেও সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে আপাতত কর্মসূচি থেকে সরে আসা হয়েছে। তবে এরপরেও যদি প্রশাসন জড়িতদের গ্রেফতারে ব্যর্থ হয় তাহলে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে। নতুন কর্মসূচী সফল করতে সিলেটের সর্বস্তরের মানুষের সহযোগীতা কামনা করেন শওকত হোসেন। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, জড়িতদের গ্রেফতারে আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়। বিচার পাওয়ার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন, সিসিকের ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মখলিসুর রহমান কামরান, কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াস, সাবেক কাউন্সিলর জগদীশ দাস সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন