শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিশ্বের দীর্ঘতম ফ্লাইট একটানা উড়বে ১৮ ঘণ্টা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ফ্লাইটের যাত্রা শুরু করতে যাচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। আগামী ৯ নভেম্বর নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এই এয়ারলাইন্সের ফ্লাইট। সিঙ্গাপুর থেকে জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরের দ‚রত্ব ৯ হাজার ৫৩৭ মাইল। আর সেখানে পৌঁছাতে এই ফ্লাইটের সময় লাগবে ১৮ ঘণ্টা ৫ মিনিট। ইতিহাসের সাক্ষী হতে বিশ্বের সবচেয়ে দীর্ঘ এই ফ্লাইটের টিকিট বুকিংয়ের অপেক্ষায় রয়েছেন যাত্রীরা। যাত্রা শুরুর আগে যাত্রীরা রাতের খাবার সিঙ্গাপুরে করবেন। তারা সকালের নাস্তা করবেন সাইবেরিয়াতে, দুপুরের খাবার গ্রিনল্যান্ডে এবং জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে পৌঁছানোর আগে আরেকবার নাস্তা সেরে নেবেন। সিঙ্গাপুর থেকে সরাসরি কম্বোডিয়া পার হয়ে, চীনের চেংড়ু শহরের উপর দিয়ে এবং মঙ্গোলিয়া ও সাইবেরিয়ার মাঝ দিয়ে উড়ে আর্কটিকে পৌঁছাবে ফ্লাইটটি। যাত্রাবিরতি দিয়ে এরপর গ্রিনল্যান্ড ও বাফিন দ্বীপের ইকালুইট পার হবে। দীর্ঘ যাত্রার ফ্লাইটের গতিপথ পরিবর্তনের জন্য এই রুটে এই বিমানবন্দরগুলো ব্যবহার করা হয়। এয়ারবাস এ৩৫০-৯০০ সিঙ্গাপুর থেকে সপ্তাহে তিন দিন সকালে যাত্রা শুরু করবে। এটি পৌঁছাবে পরদিন স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায়। তবে ফিরতি ফ্লাইট পৌঁছাতে বাতাসের কারণে ৩৫ মিনিট বেশি সময় নেবে। আন্তর্জাতিক ডেট লাইন বলছে, নিউইয়র্ক থেকে সিঙ্গাপুর আসা যাত্রীরা এই ফ্লাইটে ভ্রমণের জন্য একদিন হারাবে। ইউএসটুডে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন