শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্বাস্থ্য

মুখের ক্যান্সারের কারণ ও লক্ষণসমূহ

| প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

সাধারণত ৪০ বছরের চেয়ে বেশি বয়সেই মুখের ক্যান্সার হয়ে থাকে। মুখের ক্যান্সারের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে যেগুলো থাকলে অবশ্যই আপনাকে দ্রæত ডাক্তার দেখাতে হবে। এবার জেনে নিন মুখের ক্যান্সারের লক্ষণসমূহ ঃ

১। মুখে যদি এমন কোন ঘাঁ থাকে যা সহজে ভালো হচ্ছে না।

২। গালের ভেতর মাংসপিন্ডের ন্যায় কিছু অথবা কোন অংশ পুরু হয়ে যাওয়া।

৩। সাদা অথবা লাল প্যাঁচ বা দাগ যদি মাড়ি, জিহ্বা, মুখগহ্বরের ভিতরে খুব বিকৃত অবস্থায় দেখা যায়।

৪। গলায় ক্ষত অথবা যদি এমন মনে হয় গলায় দীর্ঘদিন যাবৎ কোন কিছু বিধে রয়েছে ।

৫। যদি কোনো কিছু চুষতে সমস্যা হয়।

৬। কোনো কিছু গিলতে সমস্যা।

৭। চোয়াল নাড়াতে অথবা যদি জিহ্বা নাড়াতে সমস্যা হয়।

৮। জিহ্বার অবশ ভাব অথবা যদি মুখের অন্য কোনো অংশে অবশ ভাব আসে।

৯। যদি চোয়ালের কোনো অংশ কোনো কারণ ছাড়াই ফুলে যায়।

উপরের লক্ষণগুলো ক্যান্সারের কারণে হতে পারে অথবা অন্য কোনো কারণেও হতে পারে। যদি দুই সপ্তাহের বেশি লক্ষণগুলো বিদ্যমান থাকে তাহলে দেরী না করে একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করুণ।

মুখের ক্যান্সারের সম্ভাব্য কারণ সমূহ ঃ
(ক) কারসিনোজেন ঃ ধুমপান, এলকোহল সেবন, পান-সুপারি বা তামাক জাতীয় যে কোনো পদার্থ।

(খ) সূর্যের আলো ঃ শুধুমাত্র ঠোঁটের ক্ষেত্রে।


(গ) সংক্রমণ ঃ সিফিলিস, ক্যান্ডিডোসিস, ভাইরাস।

(ঘ) মিউকোসাল ডিজিজ ঃ ওরাল এপিথেলিয়াল ডিসপ্লাসিয়া, লাইকেন প্ল্যানাস, ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস।

ডাঃ মোঃ ফারুক হোসেন
মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ
মোবাইল ঃ ০১৮১৭৫২১৮৯৭
ই-মেইল ঃ dr.faruqu@gmail.com

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন