বেগমগঞ্জ উপজেলা সংবাদদাতা : নোয়াখালী জেলার চৌমুহনী উপজেলায় আগুনে ৮০ দোকান পুড়ে ছাই হয়েছে। সোমবার ভোর ৪টার দিকে উপজেলার বাণিজ্য কেন্দ্রে ডিবি রোডের একটি দোকানের বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইট ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভায়।
আগুনে মূল্যবান মালামাল ও টাকাসহ প্রায় ৭০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
বেগমগঞ্জ থানার ওসি সৌয়দ সাজ্জাদুর রহমান সাজু জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভায়।
আগুনে স্যামসাং মোবাইলের তিনটি শোরুম, সোহাগ ইলেকট্রিক, নূরজাহান ইলেকট্রিক, শ্রীরাম হোটেল, রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার, মাছুমা হোটেল, মোস্তফা বেকারিসহ ৮০টি দোকান সম্পূর্ণ ও আরো কয়েকটি দোকান আংশিক পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৭০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন