শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বায়তুল মোকাররমে ব্যারিস্টার রফিক-উল হকের জানাজা সম্পন্ন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২০, ৩:০১ পিএম | আপডেট : ৩:৩৯ পিএম, ২৪ অক্টোবর, ২০২০

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বাদ জোহর এ জানাজা অনুষ্ঠিত হয়ে। দ্বিতীয় জানাজায় ইমামতি করেন বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ  পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।

জানা গেছে, বায়তুল মোকাররমে জানাজা শেষে ব্যারিস্টার রফিক-উল হকের লাশ নেওয়া হয়েছে তাঁর দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্টে। সেখানে তৃতীয় জানাজা শেষে প্রবীণ এ আইনজীবীকে বনানীতে সমাহিত করা হবে।

এর আগে রাজধানীর আদ-দ্বীন হাসপাতাল প্রাঙ্গণে আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ব্যারিস্টার রফিকের। সেখানে জানাজা পড়ান আদ-দ্বীন হাসপাতাল জামে মসজিদের ইমাম হাফেজ সাইদুল ইসলাম। জানাজা শেষে পল্টনে অবস্থিত নিজ বাসায় নেওয়া হয় এ আইনজীবীর লাশ।

আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় রাজধানীর  আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ব্যারিস্টার রফিক-উল হক।

 

 
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন