স্টাফ রিপোর্টার : গুরুতর অসুস্থ হেফাজতে ইসলাম বাংলাদেশেএর আমির ও দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফীর সুস্থতা কামনায় আজ বাদ আসর রাজধানীর রামপুরাস্থ দারুল উলূম নতুনবাগ মাদরাসায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়াপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাহী সভাপতি হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি মুহাম্মদ ওয়াক্কাস দেশ জাতি এবং ইসলাম-মুসলমানের এই কঠিন সময়ে আল্লামা শাহ্ আহমদ শফীর সঠিক, সাহসী এবং বাস্তবমুখী নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, সহকারী মহাসচিব মুফতি আরিফ বিল্লাহ, কেন্দ্রীয় নেতা মুফতি রেজাউল করীম, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন