শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে পোশাক শ্রমিক তরুণীকে ধর্ষন

স্টাফ রিপোর্টার, সাভার | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২০, ৬:১৩ পিএম

ঢাকার সাভারে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে এক তরুণীকে (২৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাতে সাভার পৌর এলাকার দক্ষিনপাড়া মহল্লার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। সোমবার তরুণীর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন।
ধর্ষণের শিকার ওই তরুণী স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, শনিবার রাত ১১টার দিকে তরুণী কর্মস্থল থেকে বাসায় ফেরেন। রাতের খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। তিনি একাই একটি কক্ষে ছিলেন। দিবাগত ভোর রাত তিনটার দিকে এক ব্যক্তি ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে ভয়ভীতি দেখিয়ে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন। একপর্যায়ে তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ওই ব্যক্তি পালিয়ে যান।
ওই তরুণীর বাবা জানান, অভিযুক্ত ব্যক্তিকে তাঁর মেয়ে চিনতে পারেনি। তাই অজ্ঞাতনামা এক ব্যক্তিকে আসামি করে তিনি সাভার মডেল থানায় মামলা করেছেন।
সাভার থানার পরিদর্শক (অপারেশন) আল-আমিন বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে। পুলিশ প্রযুক্তি ও তথ্যদাতার সহায়তা নিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন