শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দরিদ্র কৃষকদের মধ্যে ন্যাশনাল ব্যাংকের পাওয়ার টিলার ও গাভী বিতরণ

প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : জাতীয় শোক দিবস-২০১৬ উপলক্ষে ‘দারিদ্র্য মুক্তি’ ঋণ প্রকল্পের আওতায় দরিদ্র কৃষকদের মধ্যে পাওয়ার টিলার ও গাভী বিতরণ করা হয়েছে।
ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের নির্দেশনায় গতকাল ‘দারিদ্র্য মুক্তি’ ঋণ প্রকল্পের আওতায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপারসন মিসেস পারভীন হক সিকদার কৃষকদের মধ্যে উক্ত সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এফ এম শরিফুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোস্তাক আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল ও শাহ সৈয়দ আব্দুল বারী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন