সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা কাঁচপুর এলাকায় গত রোববার রাতে গোয়াল ঘরের তালা ভেঙ্গে ১০টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় গরুর মালিক মতিন বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
গরুর মালিক আব্দুর মতিন খাঁন জানান, গতকাল সোমবার বাইরে ভোরে ঘুম থেকে বাহিরে এসে দেখে তার গোয়াল ঘরে দরজা খোলা। এসময় তিনি গোয়াল ঘরে প্রবেশ করে দেখে তার ২০ লাখ টাকা মুল্যের ১০টি পালিত গরুর মধ্যে একটিও নেই। তার ধারণা চোরেরা রোববার রাতে কোন এসময় গোয়াল ঘরে তালা ভেঙ্গে ১০টি গরু নিয়ে গেছে। এ ঘটনায় তিনি সোমবার সকালে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন