শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

কারাগারে কোয়ারেন্টিনে ইরফান সেলিম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২০, ১২:০২ পিএম

সংসদ সদস্য হাজী মো. সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ইরফান সেলিম কারাগারে প্রেরণ করা হয়েছে। কেরাণীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে ১৪ দিনে কোয়ারেন্টিনে রাখা হবে তাকে। আজ মঙ্গলবার বিষয়টি জানিয়েছেন,ঢাকার জেলার মাহবুবুল ইসলাম। তিনি জানান, এদিন ভোরে র‌্যাব হেফাজতে ইরফানকে কারাগারে নিয়ে আসা হয়।

করোনাভাইরাস মহামারী চলাকালীন নতুন কয়েদিদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হয়। নিয়ম অনুযায়ী কাউন্সিলর ইরফানও কোয়ারন্টিনে থাকবেন।

নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধরের দায়ে ইরফান ও তার সহযোগীদের গ্রেপ্তারে সোমবার দিনভর অভিযান চালানো হয় পুরান ঢাকার লালবাগ ও চকবাজারে।

বিকেলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদক ও অবৈধ ওয়াকিটকি রাখার অভিযোগে তাকে ১ বছরের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
পুরান ঢাকার প্রভাবশালী সংসদ সদস্য হাজী সেলিমের ছেলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আরও দুটি মামলা করা হবে বলে জানায় র‌্যাব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Add
Md Rejaul Karim ২৭ অক্টোবর, ২০২০, ১২:২৩ পিএম says : 0
করোনার ওয়ার্ডে রাখা উচিত ছিল।।।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ