মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

হুমকিতে পড়বে আঞ্চলিক নিরাপত্তা : পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

আমেরিকা ও ভারতের মধ্যে যে সামরিক চুক্তি সই হয়েছে তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তির ফলে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হবে এবং আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে। গত সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার ভারত সফর করেন এবং এ সময় দুই যোগ দুই বৈঠকে ওই চুক্তি সই হয়। চুক্তির আওতায় ভারতের কাছে আরো জঙ্গিবিমান ও ড্রোন বিক্রি করবে আমেরিকা। এছাড়া, মার্কিন সামরিক বাহিনীর উপগ্রহ থেকে ভারত টেপোগ্রাফিক্যাল, নটিক্যাল ও অ্যারোনটিক্যাল তথ্য পাবে যা শত্রæপক্ষের ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন ভ‚পাতিত করার ক্ষেত্রে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করে। ভারত ও আমেরিকার মধ্যে এমন সময় এ চুক্তি হলো যখন সীমান্তে চীনের সঙ্গে ভারতের প্রচÐ সামরিক উত্তেজনা চলছে। এরইমধ্যে লাদাখ ও অরুনাচল সীমান্তে দুদেশের সামরিক বাহিনীর কয়েকদফা ছোটখাটো সংঘর্ষ হয়েছে। ভারতের সঙ্গে চুক্তির পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, চীনের পক্ষ থেকে নিরাপত্তা ও স্বাধীনতার প্রতি সৃষ্ট হুমকি দিল্লি এবং ওয়াশিংটন সম্মিলিতভাবে মোকাবেলা করার জন্য এই চুক্তি করেছে। চীনের সঙ্গে যেমন ভারতের ঐতিহাসিক দ্ব›দ্ব রয়েছে তেমনি পাকিস্তানের সঙ্গেও ভারতের মারাত্মক শত্রæতা রয়েছে। চীন ও পাকিস্তানের সঙ্গে ভারত কয়েক দফায় যুদ্ধে লিপ্ত হয়েছে। ট্রিবিউন, রয়টার্স।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
কামাল রাহী ২৯ অক্টোবর, ২০২০, ১:৪৩ এএম says : 0
চীনকে সাথে নিয়ে ভারতকে উচিত শিক্ষা দিতে হবে।
Total Reply(0)
কাজী হাফিজ ২৯ অক্টোবর, ২০২০, ১:৪৩ এএম says : 0
একমত। পাকিস্তানের বক্তব্য যতাযথ আছে।
Total Reply(0)
বিবেক ২৯ অক্টোবর, ২০২০, ১:৪৪ এএম says : 0
ভারত একটা উগ্রবাদি ফালতু রাষ্ট্র। আঞ্চলিক নিরাপত্তার জন্য পুরোই হুমকির।
Total Reply(0)
দু খী জীবন ২৯ অক্টোবর, ২০২০, ১:৪৫ এএম says : 0
হুমকি কি আগে তা খুঁজে বের করা হোক।
Total Reply(0)
Jack Ali ২৯ অক্টোবর, ২০২০, ১১:৫৭ এএম says : 0
May Allah destroy enemy of Allah India and America. Ameen
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন