শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

কৃষি খাতে স্বল্প সুদে ঋণ প্রদানে ইউসিবি-বাংলাদেশ ব্যাংক চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২৩, ৬:১৩ পিএম

সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতিতে দুর্বল সরবরাহ ব্যবস্থার কারণে বিভিন্ন খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় বিশ্বে খাদ্য সংকট সৃষ্টির আশঙ্কা সৃষ্টি হয়েছে। এ পরিপ্রেক্ষিতে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষি উৎপাদন বৃদ্ধির উপর জাতীয়ভাবে গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে কৃষি খাতে স্বল্প সুদ হারে ঋণ প্রবাহ বজায় রাখার জন্য পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ৪ শতাংশ সুদ হারে দেশের প্রান্তিক কৃষকের মাঝে কৃষি ঋণ প্রদান করবে।

সোমবার (৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এ স্কিম বাস্তবায়নের জন্য সম্প্রতি ইউসিবি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক (এসিডি) মোঃ আবুল কালাম আজাদ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

 

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান ইউসিবির এসভিপি ও এসএমই ব্যাংকিং প্রধান মোঃ মহসিনুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন