আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় নগরীর ষোলশহর জামেয়া মাদরাসা সংলগ্ন জুলুস ময়দানে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। করোনার কারণে ঐতিহাসিক জশনে জুলুসের কর্মসূচি বাদ দেয়া হলেও মাহফিল সফল করতে ব্যাপক প্রস্তুতি অব্যাহত আছে।
মাহফিলে সকাল ৮টা থেকে দেশবরেণ্য ওলামা ও ইসলামী চিন্তাবিদগণ ঈদে মিলাদুন্নবী (সা.)’র তাৎপর্য ও শিক্ষা বিষয়ক আলোচনা করবেন। সেখানে আদায় করা হবে পবিত্র জুমার নামাজ। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় অনুষ্ঠিত হবে বিশেষ মোনাজাত। আয়োজকরা জানান, স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রত্যেকের জন্য মাস্ক পরার ব্যবস্থা করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন