পাটুরিয়া ৫ নং ফেরি ঘাটের সম্মুখে ড্রেজিং করার ফলে ফেরিতে লোড-আনলোডে করতে না পারায় ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি ঘাটে ফেরি চলাচলে মারাত্মকভাবে বিঘ্ন ঘটায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বাড়তি যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। ফলে উভয়ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে। ছোট বড় মাত্র ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়ায় ৯ শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় ছিল। তবে, উভয়ঘাটেই ফেরি পারের অপেক্ষায় থাকা মালবাহী ট্রাকের সংখ্যাই বেশি বলে জানা যায়।
বিআইডব্লিউটিসির ঘাট কর্মকর্তা ও ট্রাক শ্রমিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার মধ্যেরাত থেকেই পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ বৃদ্ধি পেতে থাকে। সকালের দিকে এ চাপ আরো বৃদ্ধি পায়। ফলে, পাটুরিয়া ঘাটে অপেক্ষমান যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়ে টার্মিনাল উপচিয়ে ২/৩ কিলোমিটার মহাসড়কে লাইনে গড়ায়।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহ-ব্যাবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচলরত অধিকাংশ ফেরি পুরনো হওয়ায় মাঝে মাঝে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়ে থাকে। এ কারণে ২/১টি ফেরি প্রায়শই স্থানীয় কারখানা মধুমতিতে সাময়িক মেরামতে রাখতে বাধ্য হতে হয়। এ রুটের বহরের ১৯টি ফেরির মধ্যে ১৬টি ফেরি দিয়ে বিপুল সংখ্যক যানবাহন পারাপার করা হচ্ছে। এছাড়া, পাটুরিয়া ৫নং ফেরি ঘাটের সম্মুখে ড্রেজিং চলায় ওই ঘাটটি বন্ধ রয়েছে। ফলে, ওই ঘাট দিয়ে ফেরি লোড-আনলোডে করতে না পারায় যানবাহনের চাপ আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। যাত্রীবাহী বাস-কারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। ফলে পন্যবাহী ট্রাকগুলো অপেক্ষায় রাখতে হচ্ছে।
উভয় ঘাটের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সুত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার পাটুরিয়া ও দৌলতদিয়া প্রান্তে সবমিলিয়ে ৯ শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় ছিল। তবে পাটুরিয়া ঘাটে অপেক্ষমান ৬ শতাধিক যানবাহনের মধ্যে ট্রাকের সংখ্যাই বেশি।
এদিকে, পাটুরিয়া ঘাট এলাকায় যানজট কমাতে ঘাট সংযোগ মোড় উথুলী থেকে মালবাহী ট্রাকগুলোকে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচা পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তায় দীর্ঘ লাইনে সারিবদ্ধভাবে আটকে রাখা হয়েছে। দৌলতদিয়া প্রান্তেও অনুরুপভাবে যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে।
বিআইডব্লিউটিএর নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক এস এম সানোয়ার হোসেন জানান, পদ্মা-যমুনায় দ্রুত পানি কমে যাওয়ায় নৌ চ্যানেলগুলো সক্রিয় রাখতে পাটুরিয়া ঘাট এলাকায় ড্রেজিং অব্যাহত রয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, আরিচা সড়কে মালবাহী ট্রাকগুলোকে সারিবদ্ধভাবে রাখায় মাঝেমধ্যে তাদের যাতায়াতে সমস্যা হচ্ছে। স্থানীয় যাত্রীদের আরিচা থেকে মানিকগঞ্জ যেতে যানজটে আটকা পড়ে অপেক্ষায় থাকতে হচ্ছে। এতে তাদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন