শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হংকংয়ে আইনসভার চার সদস্যসহ ৭ রাজনীতিবিদকে গ্রেপ্তার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২০, ৪:৪৮ পিএম

গত মে মাসের শুরুর দিকে আইনসভায় “হস্তক্ষেপ” এবং সদস্যদের “অবজ্ঞা” করার অভিযোগে হংকংয়ে আইনসভার চার সদস্যসহ ৭ রাজনীতিবিদকে গ্রেপ্তার করা হয়েছে।
চলতি বছরের শুরুর দিকে হংকংয়ে বিক্ষোভ ও সংঘাতের কারণে নগরীর আইনসভা ভেঙ্গে যাওয়ার ঘটনায় রবিবার এখানে গণতন্ত্রপন্থী ৭ জন রাজনীতিবিদকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ৭ জনের মধ্যে ৪ জন চলতি আইনসভার সদস্য। হংকংয়ে বিরোধী গণতন্ত্রীদের গ্রেপ্তারে বেইজিংয়ের এটি সর্বশেষ পদক্ষেপ।
রবিবার পুলিশের এই গ্রেপ্তার অভিযান গণতন্ত্রপন্থীদের জন্য একটি সতর্কতা এবং বেইজিংয়ের সমালোচকদের বিরুদ্ধে এটি সর্বশেষ আইনী পদক্ষেপ।
বেইজিং বিরোধী গ্রেফতারকৃত ১০ হাজারেরও বেশী লোক এখন বিচারের মুখোমুখি, এদের অনেকেই বিরোধী আইনপ্রণেতা এবং বিশিষ্ট রাজনৈতিক নেতাদের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। সূত্র : বাসস।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন