শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নবীজিকে যারা ব্যঙ্গ করে তারা মানুষ নয়

পীর সাহেব চরমোনাই

গৌরনদী (বরিশাল) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও চরমোনাই দরবার শরীফের পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম বলেছেন, প্রিয় নবীজী হযরত মোহাম্মদ (সা.) -কে নিয়ে যারা ব্যঙ্গ করে তারা মানুষ নয়? তারা হারামী। ফ্রান্সের এ ধৃষ্টতাকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গত শনিবার বিকালে চরমোনাই দরবার শরীফে গৌরনদী উপজেলার টরকী বন্দরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
টরকী বন্দর মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মো. জামাল শিকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর নায়েবে আমীর শায়েক চরমোনাই মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম। এ সময় টরকী বন্দরের সাড়ে তিন শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন