শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দশ বছরে ক্ষতি ৪শ’ কোটি টাকা

কুষ্টিয়ায় ইজারাবিহীন ২১টি বালুমহল

এস এম আলী আহসান পান্না, কুষ্টিয়া থেকে : | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

ইজারা ছাড়াই বছরের পর বছর ধরে কুষ্টিয়ার ২১টি বালুমহাল দখলে রেখেছে প্রভাবশালী চক্র। এ কারণে সরকার প্রায় ৪শ’ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। অস্তিত্বহীন এক মামলাবাজের চক্রান্তে কয়েক বছর ধরে সরকার রাজস্ব বঞ্চিত হয়ে আসছে। আর শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালী চক্রটি। এই বালু মহালের সঙ্গে সরকারদলীয় প্রভাবশালী কয়েকজন নেতা সরাসরি জড়িত থাকার কারণে আইনগত জটিলতার উছিলা দেখিয়ে স্থানীয় প্রশাসন ১০ বছর ধরে এসব বালুমহাল ইজারা দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

রাজস্ব বিভাগ বলছে, সঠিকভাবে ইজারা দিতে পারলে ১০ বছরে জেলার ২১ বালুমহাল থেকে ৩শ থেকে ৪শ’ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেয়া যেত। কিন্তু আইনগত জটিলতা থাকায় তারা কোনো পদক্ষেপ নিতে পারছেন না।
তবে এরই মধ্যে কিছুটা নড়েচড়ে বসেছে জেলার রাজস্ব বিভাগ। অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের দুই নেতার কাছে ১ কোটি ৮৮ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে নোটিশ দিয়েছে স্থানীয় রাজস্ব বিভাগ। গত ৭ অক্টোবর জেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব এবং রেভিনিউ ডেপুটি কালেক্টর সাদিয়া জেরিন স্বাক্ষরিত নোটিশে ১০ দিনের মধ্যে তাদের ক্ষতিপূরণের টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

জানা গেছে, জেলার ২১টি বালুমহাল থেকে প্রতিদিন অন্তত ৩ লাখ ঘনফিট মোটা বালু উত্তোলন করা হয়। যার আর্থিক মূল্য ন্যূনতম (প্রতি ঘনফুট ৩০-৪০টাকা হিসেবে) প্রায় কোটি টাকা। রাষ্ট্রীয় এই সম্পদ থেকে বছরে হাজার কোটি টাকার অর্থনৈতিক প্রবাহ সৃষ্টি হলেও এ খাত থেকে কোনো রাজস্বই পাচ্ছে না সরকার। উচ্চ আদালতের এসব মামলা পরিচালনায় ভূমি মন্ত্রণালয় নিযুক্ত কৌঁসুলি অ্যাডভোকেট মোসাম্মৎ মোরশেদা পারভিন জানান, কুষ্টিয়া জেলার ৬টি উপজেলাধীন ২১টি বালুমহালের মধ্যে ১১টি মৌজার বালুমহালের ওপর ২০১০ সালে রিট পিটিশন করার মাধ্যমে আনোয়ারুল হক মাসুম নামে এক ব্যক্তি এসব মামলার সূত্রপাত ঘটান। এরপর ক্রমানুসারে ২০১১, ১২, ১৩, ১৪ ও ১৫ সালের মধ্যে সবকটি বালুমহালের ওপর মামলা হয়। সরকারের পক্ষে এসব মামলাগুলো মোকাবিলা করে ৮টি মামলা ভ্যাকেট করলেও পুনরায় ২০১৯ সালে মামলার বাদী রিট পিটিশন দাখিল করেন যা এখনও বিচারাধীন। অবশিষ্ট মামলাগুলোর মধ্যে অধিকাংশ মামলার রিট অনেক আগেই ইনভ্যালিড বা অকার্যকর হয়ে গেছে। এসব বালুমহালগুলো সরকার চাইলে নিজেদের অনুকূলে নিয়ে ইজারার বন্দোবস্তা করতে পারে বলেও জানান এই আইনজীবী।
জেলার ২১টি বালুমহালকে মামলা জটিলতায় আটকে রেখে সরকারের রাজস্ব ক্ষতির কারিগর আনোয়ারুল হক মাসুমের লেটার হেড প্যাডে ব্যবহৃত ঠিকানার কোনো অস্তিত্ব কুষ্টিয়া পৌর এলাকায় নেই বলে জানান ৬নং পৌর ওয়ার্ডের কাউন্সিলর বদরুল ইসলাম। তিনি বলেন, এই নাম ঠিকানা ভুয়া এবং অস্তিত্বহীন।

রাজস্ব শাখার নোটিশ সূত্রে জানা যায়, দীর্ঘ ১০ বছর যাবত সরকার ঘোষিত কুষ্টিয়া সদর উপজেলার মজমপুর, বোয়ালদাহ ও হাটশহরিপুর মৌজার বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। কিন্তু সরকারি কোষাগারে কোনো অর্থ জমা দেয়া হচ্ছে না। যা বেআইনি ও দন্ডনীয় অপরাধ। জেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক নোটিশ প্রাপ্তির ১০ দিনের মধ্যে ৭ জনকে ক্ষতিপূরণের টাকার সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়েছে। এরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার হাটশহরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শম্পা মাহমুদ, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিলন মন্ডল ও সাধারণ সম্পাদক হাজী আরিফসহ আরও ৪জন। নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি কোষাগারে টাকা জমা না দিলে তাদের বিরুদ্ধে সরকারি রাজস্ব ফাঁকির আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও নোটিশে কঠোরভাবে নির্দেশনা দেয়া হয়েছে।

এ বিষয়ে হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শম্পা মাহমুদ বলেন, আমরা এখন ক্ষমতায় আছি, তাই অনেকেই আমাদের নাম বলেন। বালু উত্তোলনের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। মিরপুর উপজেলার রানাখড়িয়া বালিঘাটের ভেড়ামারা বারোমাইল বালুঘাটের ব্যবসায়ী মাহবুল হক বলছেন, ঘাট মালিকদের মাধ্যমে আদায়কৃত সরকারি টোল দিয়েই ব্যবসা করি। আদায়কৃত এই টাকা আদৌ সরকারের ঘরে যাচ্ছে কিনা সেটা আমি বলতে পারব না।

বাল্কহেডের মালিক সাহাবুল ইসলামের অভিযোগ, সরকারিভাবে বালুমহাল ইজারা কার্যক্রম বন্ধ থাকার সুযোগ নিয়ে ক্ষমতাসীন দলের প্রভাবশালীরা অবৈধভারা প্রতিদিন কেবলমাত্র বাহিরচর বারোমাইল ও ঘোড়ামারা তালবাড়িয়া বালুঘাটের অন্তত ৫শ নৌকা থেকে গড়ে ৫০ লাখ টাকা বিনা রশিদে চাঁদা হিসেবে আদায় করছেন। কিন্তু এসব বিষয়ে মুখ খোলা যাবে না। ডিসি অফিস, ইউএনও অফিস ও পুলিশ সবাই জানে এখানে কী হচ্ছে। প্রশাসন পদক্ষেপ নিয়ে বৈধভাবে ইজারা দিলে সরকার রাজস্ব পেতো, আবার রেট বেঁধে দিলে আমরাও নির্ধারিত টোল দিয়ে ব্যবসা করতে পারতাম।

ঘোড়ামারা-তালবাড়িয়া-রানাখড়িয়া বালিঘাট মালিক ইউপি চেয়ারম্যান হান্নান মন্ডল বলেন, কুষ্টিয়া জেলা প্রশাসন থেকে ৬ কোটি টাকা দিয়ে আমি জুগিয়া-তালবাড়িয়া ধুলটমহল ইজারা নিয়েছি। এ সময় ধুলট মহলের ইজারাদার বালুমহালের টোল নিচ্ছেন কিভাবে এমন প্রশ্নের মুখে তিনি অসংলগ্ন কথা বলেন। তবে প্রশাসনের সঙ্গে যোগসাজশের অভিযোগ তিনি অস্বীকার করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবাইদুর রহমান জানান, উচ্চ আদালত থেকে আইনি লড়াই করে যখনই কোনো বালুমহাল ভ্যাকেট করা হয় তখনই আবার নতুনভাবে রিট পিটিশন করে ওই চক্রটি দিনের পর দিন এই জটিলতা সৃষ্টি করে চলেছে। কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, আইনগত জটিলতা থাকায় দীর্ঘদিন বালুমহালগুলো ইজারা দেয়া সম্ভব হচ্ছে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন