স্টাফ রিপোর্টার : ফেনী জেলার অন্তর্গত ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরাম হত্যা মামলার আসামি স্থানীয় যুবলীগ নেতা জাহেদুল হাশেম সৈকতের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আসামিপক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির। মনিরুজ্জামান কবির সাংবাদিকদের জানান, আদালত বলেছেন, যেহেতু মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে এ অবস্থায় আসামির জামিন দেয়া ঠিক হবে না।
আসামি সৈকত নি¤œ আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে স¤প্রতি হাইকোর্টে জামিন আবেদন করেন। ২০১৪ সালের ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে গুলি করে ও পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা সাবেক উপজেলা চেয়ারম্যান, স্থানীয় পত্রিকার সম্পাদক ও গাড়িচালকও দগ্ধ হন। ওই দিন রাত ১টার দিকে নিহত একরামুল হকের বড় ভাই বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনারকে প্রধান আসামি করে অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে ফেনী সদর থানায় মামলা দায়ের করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন