শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চট্টগ্রামে ৩০ হাজার ইয়াবা উদ্ধার

প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : আনোয়ারা উপজেলার গোবাদিয়া গ্রাম থেকে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল (মঙ্গলবার) দুপুরে র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সোহেল মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, কতিপয় মাদক ব্যবসায়ী ওই এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে র‌্যাব সেখানে গেলে তারা পালিয়ে যায়। এ সময় মো. ইলিয়াস হোসেন নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে ৩০ হাজার ইয়াবা ও ইয়াবা বিক্রির কিছু টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ইলিয়াস উপজেলার দুধকুমড়া গ্রামের মৃত মো. আলীর পুত্র। সে দীর্ঘদিন ধরে আনোয়ারায় ইয়াবা ব্যবসা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। উদ্ধারকৃত ইয়াবার দাম ১ কোটি ২০ লাখ টাকা। উল্লেখ্য, সোমবার সীতাকুÐের ভাটিয়ারী উপক‚লে কোস্টগার্ডের অভিযানে ৬ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন