রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

মার্কিন নির্বাচনে রাশিদা-ইলহামের বাজিমাত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২০, ১:১০ পিএম

দুই মুসলিম নারী এবারও মার্কিন কংগ্রেস নির্বাচনে বাজিমাত করেছেন।
যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের প্রতিনিধি পরিষদে পুনর্নির্বাচিত হয়েছেন মুসলিম দুই নারী প্রার্থী রাশিদা তাইয়েব ও ইলহাম ওমর। ডেমোক্রেটিক পার্টির টিকিটে নিজ নিজ আসন থেকে বিপুলসংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তারা।

মিশিগানের ১৩তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান প্রার্থী ডুডেনহুয়েফারকে হারিয়ে পুনর্নির্বাচিত হন ফিলিস্তিন বংশোদ্ভূত রাশিদা। মিনিয়াসোটার পঞ্চম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে জয় পান সোমালিয়া বংশোদ্ভূত ইলহাম। হারান রিপাবলিকের ল্যাসি জনসন।

এর আগে ২০১৮ সালের কংগ্রেস নির্বাচনেও জয় পেয়েছিলেন তারা। এবার জয় নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হলেও ভোটাররা তাদের ওপরই আস্থা রেখেছেন।

ফিলিস্তিনবাসীদের ওপর দখলদার ইসরায়েল বাহিনীর নির্যাতনসহ নানা ইস্যুতে নিজেদের বলিষ্ঠ অবস্থানের কারণে বারবার প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচনার পড়েছেন তাইয়েব ও ইলহাম। এমনকি নিজ দলের গঞ্জনাও সহ্য করতে হয়েছে তাদের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Jack Ali ৪ নভেম্বর, ২০২০, ৪:০৩ পিএম says : 0
If you take a lion any where in the world, lions will looks like a lion and the lion will behave like a lion. O'Muslim women fear Allah and cover your body the way Allah ordered you.. You people are insulting Islam and adopting the life of Kafir.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন