শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২০, ৫:১৬ পিএম

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা আজ ৫ অক্টোবর বৃহস্প্রতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৫ বছর যাবৎ আহবায়ক কমিটি দিয়ে চলছে ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের রাজনীতি। সম্মেলনের মাধ্যমে উপজেলা কমিটি গঠন করার লক্ষ্যে ঘাটাইল এস ই পাইলট বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথী ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ আসনের এমপি এডভোকেট জোয়াহেরুল ইসলাম।
উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আতাউর রহমান খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডাঃ কামরুল হাসান খান, জেলা আওয়ামীলগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর তালুকদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া , ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদ প্রমূখ। এ সময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম খান হেস্টিংস সহ ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিনিধি ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দ্রুত সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠনের দাবী জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন