শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কলাপাড়ায় দশম শ্রেনীর মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২০, ৯:১৯ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় তানজিলা (১৭) নামের দশম শ্রেনীর মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।শনিবার দুপুরে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের বরকতিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
সে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পরলে পরিবারের লোকজন তাকে গুরুতর অবস্থায় কুয়াকাটা হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে কলাপাড়া হাপাতালে প্রেরন করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। তবে কি কারনে তার মৃ্ত্যু হয়েছে তা জানা যায়নি।
মৃত্যু শিক্ষার্থীর পিতা রহমান খা বলেন, তার মেয় দুপুরে খাবার খাওয়ার সময় সে হঠাৎ অসুস্থ হয়ে পরে। এর পর তাকে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যাই। সেখন থেকে প্রাথমিক চিকিৎসা শেষে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসি।
স্থানীয় ইউপি সদস্য সাখাওয়াত হোসেন বলেন,দুপুরে ওই শিক্ষার্থীর পিতা তাকে ফোন করে বলেন তার মেয়ে বিষপান কারেছে। তখন তাকে হাসাপাতালে নিয়ে যেতে বলেছি।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান জনান,খবর পেয়ে হাপাতালে পুলিশ পাঠানো হয়েছে। চিকিৎসকদের সাথে আলাপ করে ভাবে ধারনা করা হচ্ছে সে পয়জন জাতীয় দ্রব্য পান করেছে। তবে তার মৃতদেহ সুরতাল শেষে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত রির্পোট পেলে আসল রহস্য বেরিয় আসবে বলে তিনি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন