গাজীপুরের শ্রীপুরে আড়াই লাখ টাকার জাল নোটসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার আনসার রোড এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে জাল টাকা উদ্ধার ও দম্পতিকে আটক করা হয়।
আটককৃতরা হলো- টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার দেউলী গ্রামের মহিউদ্দিনের ছেলে জসিম উদ্দিন ও তার স্ত্রী নিলুফা বেগম। তারা শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকার মুখলেছ সরকারের বাড়িতে ভাড়া থাকত।
শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুখলেছ সরকারের বাড়িতে জাল টাকার ব্যবসার কথা জেনে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বাড়ির একটি কক্ষ থেকে ২ লাখ ৫০ হাজার ৫শ’ টাকার জাল নোট উদ্ধার এবং জাল নোটের ব্যবসার সাথে জড়িত থাকায় জসিম ও তার স্ত্রীকে আটক করা হয়।
শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরেই এসব ব্যবসা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যাসহ মাদক মামলা রয়েছে। এ চক্রের বাকি সদস্যদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন