শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বরিশালে হরিজন সম্প্রদায়ে ফ্ল্যাট বরাদ্দ

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর হরিজন সম্প্রদায়ের ৪৪ পরিবারকে উন্নত বাসস্থান বরাদ্দ করা হয়েছে। ভবনে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। গতকাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নগরীর আমির কুটির হরিজনপাড়ায় সদ্য নির্মিত ৬ তলা ভবনটি উদ্বোধন করেন। 

প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬তলা ভবনের প্রতি তলায় ৮টি করে ফ্ল্যাট রয়েছে। প্রতিটি তলার আয়তন ৩ হাজার ৮শ’ ২২ বর্গফুট। প্রতি তলায় ৮টি পরিবারকে দেয়া হয়েছে ৪৭৭ দশমিক ৭৫ বর্গফুটের একটি করে ফ্ল্যাট। প্রতি ফ্ল্যাটে দুটি কক্ষ, একটি রান্নাঘর, একটি বাথরুম এবং একটি বেলকনি রয়েছে। হরিজন সম্প্রদায়ের সামাজিক অনুষ্ঠান করার জন্য ভবনের নিচ তলায় খোলা জায়গা রাখা হয়েছে।
উদ্বোধনের পরপরই মোট ৪৪টি পরিবারকে সেবক কলোনীতে বসবাসরতদেরকে ৪৪টি ফ্ল্যাট বরাদ্দ দেয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম, বিসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলাম ও মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো. জাকির হোসেন মজুমদার উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন