রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির বাঘাইড় ও পাঙ্গাস মাছ ধরা পড়েছে। গতকাল সকালে দৌলতদিয়া বাজারে ১৯ কেজি ওজনের বাঘাইড় ও ১৫ কেজি ওজনের পাঙ্গাস মাছটি জলিল হলদার নিয়ে আসে বিক্রি করার জন্য।
দৌলতদিয়ার মৎস্য আড়তের মালিক দুলাল জানান, গতকাল ভোরে দৌলতদিয়া ঘাটের অদূরে পদ্মা-যমুনা মোহনায় জাল ফেলে স্থানীয় জেলে জলিল। এসময় তার জালে বাঘাইড় ও পাঙ্গাস মাছ ধরা পরে। মাছটিকে দৌলতদিয়া ঘাট এলাকায় আনলে এক নজর দেখার জন্য ভিড় করে স্থানীয়রা। পরে আড়তে ডাকের মাধ্যমে বাঘাইড় মাছটি ৯শ’ টাকা কেজি দরে ১৭ হাজার ১শ’ টাকায় ও পাঙ্গাস মাছটি বিক্রি করেন ১ হাজার টাকা কেজি দরে ১৫ হাজার টাকায়।
মৎস্য ব্যবসায়ী মাসুদ মিয়া বলেন, মাছ দুটি কিনেছি বেশি লাভের আশায়। কেজি প্রতি একশ’ টাকা করে থাকবে। ঢাকার এক ব্যবসায়ীর নিকট মাছ দুটি বিক্রি করে দিয়েছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন