শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

চসিকের উচ্ছেদ অভিযান ৭ একর জমি উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

নগরীর সদরঘাট থানাধীন মাদারবাড়ি এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মালিকানাধীন পোর্ট সিটি হাউজিংয়ে অভিযান চালিয়ে ৭ একর জমি দখলমুক্ত করা হয়েছে। গতকাল রোববার কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শতাধিক অবৈধ পাকা, আধা-পাকা দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে ওই জায়গায় অবৈধ দোকানপাট ও বসতঘর তুলে ভাড়া আদায় করা হচ্ছিল। অভিযানে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন