শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজশাহীতে সড়ক দূর্ঘনায় পুলিশ কনেস্টবল নিহত

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২০, ৬:০৬ পিএম

রাজশাহী মহানগরীর মতিহার থানার চৌদ্দপাই এলাকায় আজ সকালে ট্রাকের ধাক্কায় মোয়াজ্জেম হোসেন (৫০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বেলপুকুর থানায় কর্মরত ছিলেন।
আরএমপি মুখপাত্র ও অতিরিক্ত সহকারি কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, সকালে মোটরসাইকেলে শহর থেকে বেলপুকুর থানায় যাচ্ছিলেন কনস্টেবল মোয়াজ্জেম হোসেন। পথে মতিহার থানার চৌদ্দপাই এলাকায় একটি বেপরোয়া ট্রাক তাকে ধাক্কা দেয়।
এতে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মতিহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন